প্রকাশিত: Tue, Feb 21, 2023 6:00 PM
আপডেট: Wed, May 14, 2025 9:34 PM

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বইমেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

জেরিন আহমেদ: শহীদ দিবস ও অমর একুশে বইমেলা একই সূত্রে গাঁথা। একই প্রেক্ষাপটের অংশ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অনেকেই ঢুকছেন বইমেলায়। মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সকাল ৮টায় খুলে দেওয়া হয়েছে বইমেলার গেট। ফলে সকাল থেকেই মেলাপ্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়ে বেড়েই চলেছে।

শহীদ মিনার থেকে বইমেলামুখী রাস্তাগুলো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সকাল থেকেই দর্শনার্থীরা ঢুকছেন বইমেলায়। প্রবেশমুখে পুলিশের নজরদারি বেড়েছে। ছবি তোলার হিড়িক পড়েছে। ছবি তুলে স্মৃতি সংরক্ষণ করার প্রয়াস অনেকের। তরুণদের আগ্রহটা একটু বেশিই। কেউ নিয়ে এসেছেন সন্তানদের।

সহপাঠীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে দোয়েল চত্বর দিয়ে বইমেলায় যাচ্ছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থী নাদিয়া পারভেজ বলেন, ১ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বইমেলায় তিনবার গেলাম। সঙ্গে বন্ধু-সহপাঠীদেরও নিয়ে যাচ্ছি। সারাদিন মেলায় ঘুরে ঘুরে বই কিনবো। পরিবারের সদস্যদের উপহার দেবো বই।

মঙ্গলবার সরকারি ছুটির দিন হওয়ায় বইমেলায় বিক্রিও বাড়বে বলে প্রত্যাশা স্টলগুলোর বিক্রয়কর্মীদের। সোহরাওয়ার্দী উদ্যানের প্যাভিলিয়নগুলোতে দর্শনার্থীদের ভিড় একটু বেশি। প্রথমা, অন্বেষা, তাম্রলিপিসহসহ বেশ কয়েকটি স্টলে দর্শনার্থীরা ভিড় করে বই উল্টেপাল্টে দেখছেন। কেউবা কিনছেন। তবে, পাঠকের চেয়ে দর্শনার্থীদের সংখ্যাই বেশি।

 তাম্রলিপির এক বিক্রয়কর্মী জানান, তরুণ লেখকদের, বিশেষ করে সেলিব্রেটিদের বই বেশি বিক্রি হচ্ছে। সম্পাদনা: খালিদ আহমেদ